সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে থানচিতে বিজিবির গণসংযোগ  

থানচি (বান্দরবান) প্রতিনিধি

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে থানচিতে বিজিবির গণসংযোগ  

দীর্ঘ ১৬ বছর সৈরাচার সরকার পতনের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৫ আগস্ট) বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) ব্যবস্থাপনায়, ট্রেনিং মাঠ সংলগ্ন সভাকক্ষে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্রালাকার সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জোন অধিনায়ক ও পরিচালক সভাপতিত্বে এ গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সমপ্রতিক যারা আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করে তাদের কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজি করে এলাকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে। এলাকার মানুষের শান্তিপূর্ণ  সহাবস্থান বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান বলিপাড়া জোন অধিনায়ক ও পরিচালক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন, পিএসসি। 

এসময় বলিপাড়া জোন, সহকারী পরিচালক মো. ইমদাদ, থানচি থানা, এস আই মো. আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রোসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, থানচি ও বলিবাজার পরিচালনা কমিটি ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

টিএইচ